ছাত্র পরিষদের বিধানসভা অভিযান

নিজস্ব প্রতিবেদন

ছাত্র পরিষদের বিধানসভা অভিযানকে ঘিরে ধুন্ধুমারের সাক্ষী হয়ে থাকলো কোলকাতা। ছাত্র পরিষদের গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া কর্মী সমর্থকদের ওপর বেধড়ক লাঠি চালাল পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা, সরকারি প্রতিষ্ঠানে সব শূন্য পদে নিয়োগ এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে ও ভ্রান্ত শিক্ষানীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে গৈরিকীকরণ এর বিরুদ্ধে
গত ২৭শে জানুয়ারি কোলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল নিয়ে এগোতে চেষ্টা করেন ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। লেনিন সরণির মুখে পুলিশ ব্যারিকেড দিলে পর পর দুটো ব্যারিকেড ভেঙে এস এন ব্যানার্জি রোডে ছাত্র পরিষদ কর্মী সমর্থক’রা
পৌঁছেছে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে ও হাতাহাতি হয় এবং পুলিশ ছাত্র পরিষদ কর্মী সমর্থকদেরও লাঠিচার্জ করে। পুলিশের লাঠিচার্জে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ-সহ শতাধিক কর্মী আহত হন। ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তিও করা হয় । এনএসইউআই-এর সর্বভারতীয় সভাপতি নীরজ কুন্দন ও সম্পাদক তথা রাজ্য ছাত্র পরিষদের পর্যবেক্ষক রোশনলাল বিট্টু সহ ১১৬কে জনকে গ্রেফতার করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় ও তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *