নিজস্ব সংবাদদাতা,আসানসোলঃ
স্কুল বন্ধ করে দিল রেল দপ্তর। রেল ও খনি শহর আসানসোলের শতাব্দীপ্রাচীন বিদ্যালয় ইস্টার্ন রেলওয়ে হাই স্কুল বন্ধের এই সিদ্ধান্তে আসানসোল জুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১২০ বছরেরও বেশী সময় ধরে এই স্কুলটি এই শহরের সাধারণ মধ্য ও নিম্নবিত্ত রেল কর্মচারীসহ এলাকার মানুষের সন্তানদের ইংরাজী মাধ্যমে পড়াশোনার এক নিশ্চিত গন্তব্য। এখন সেই বিদ্যালয় বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে রেল কতৃপক্ষ। আরো কয়েকটি রেল পরিচালিত বিদ্যালয়ও বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তিও একসঙ্গে দেওয়া হয়েছে। এই বিদ্যালয়গুলি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে স্কুলগুলির সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী-সমর্থকরা। বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিগত লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতুন্ডি,বিশ্বনাথ যাদব,শাহ আলম,সিদ্ধার্থ দে,রাজেশ দত্ত,বাপ্পা মজুমদার,অরূপ মুখার্জী,সন্জয় ঘোষ প্রমুখ নেতৃবৃন্দ।
ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার( ডিআরএম) কে মেমোরেন্ডাম দিয়ে এই স্কুল বন্ধ করে দেওয়ার বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করারও দাবী জানানো হয় কংগ্রেসের পক্ষ থেকে। ঘটনাটি বিশদে জানিয়ে প্রাক্তন রেল মন্ত্রী তথা পাব্লিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরীর কাছে এই মেমোরেন্ডামের প্রতিলিপি পাঠানো হয় যাতে তিনি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।