জেলায় জেলায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি পালন

নিজস্ব সংবাদদাতা, ১৮ জুন:

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির প্রতিহিংসার রাজনীতি , অধীর চৌধুরী সহ কংগ্রেসের সাংসদ ও নেতাদের নিগ্রহ ও জাতীয় কংগ্রেসের দিল্লির সদর দফতরে পুলিশি হামলা- সেখানে উপস্থিত নেতা কর্মীদের আটক করার প্রতিবাদে গত তিনদিন কোলকাতায় প্রদেশ কংগ্রেসের বিক্ষোভের পর গতকাল বাংলার বিভিন্ন জেলায় কংগ্রেস সংশ্লিষ্ট জেলা কংগ্রেস কমিটিগুলির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালন করে।

পুরুলিয়ায় জেলা সভাপতি নেপাল মাহাতোর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

দক্ষিন কলকাতায় ভবানীপুর থেকে এলগিন রোড পর্যন্ত মিছিল, তারপর পোর্ট ট্রাস্ট অফিসার্স গেষ্টহাউসের সামনে বিক্ষোভ দেখানো হয় জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ ও প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আশুতোষ চ্যাটার্জীর নেতৃত্বে।

বারাসত কলোনী মোড়ে পথ অবরোধ করা হয় উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের নেতা সজল দে’র নেতৃত্বে।

কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে নদীয়া জেলা কংগ্রেসের নেতৃত্বে অবস্থান- বিক্ষোভ ও প্রতিবাদসভা সংগঠিত হয়।বক্তব্য রাখেন জেলা সভাপতি অসীম সাহা।

কোচবিহারে জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সভা অয়োজিত হয়।

পূর্ব মেদিনীপুরের তমলুকে বিক্ষোভ দেখানো হয়।

এছাড়াও উত্তর ও মধ্য কলকাতা,দক্ষিন ২৪ পরগনা,বর্ধমান,বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম,উত্তর ও দক্ষিন দিনাজপুর,জলপাইগুড়ি,দার্জিলিং, জলপাইগুড়ি,মালদহ,মুর্শিদাবাদ ইত্যাদি জেলায় বিক্ষোভ ও প্রতিবাদসভা সংগঠিত হয়েছে বলে খবর এসেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *