আইএনটিইউসির ৭৫ বছর পালন

নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ

গত ৩ মে আইএনটিইউসির ৭৫ বছর প্রতিষ্ঠা দিবস পালন করা হল সংগঠনের নিজস্ব কার্যালয় হাজি মহ: মহসিন স্কোয়ারে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।
স্বাগত ভাষনে আইএনটিইউসির রাজ্য সভাপতি  কামারুজ্জমান কামার এই সংগঠনের ইতিহাস ও মূল উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে মহাত্মা গান্ধীর স্বপ্ন ও তার হাত ধরেই এদেশে প্রথম শ্রমিক আন্দোলনের কাহিনী বর্ণনা করেন।প্রধান অতিথি  ও সংগঠনের প্রাক্তন সভাপতি, সাংসদ প্রদীপ ভট্টাচার্য  স্বাধীনতার পর কংগ্রেস  সরকার শ্রমিকস্বার্থে প্রায় চল্লিশটি শ্রম আইন প্রবর্তন করার ঘটনা উল্লেখ করে বলেন সম্প্রতি কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকার অসংগঠিত শ্রমিক ও হকারদের সুরক্ষার জন্য আইন পাস করিয়েছে। একইসাথে বিজেপি পরিচালিত বর্তমান ফ্যাসিস্ট সরকার বিভিন্ন শ্রম আইন বাতিল করে তিনটি শ্রম কোডের মাধ্যমে শ্রমিকশ্রেনীর অধিকার ও নিরাপত্তা উঠিয়ে দেওয়ার বিলটির  তীব্র সমালোচনা করে তিনি বলেন লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করা সমাজতান্ত্রিক দেশে এক নক্কারজনক পদক্ষেপ। এছাড়া ইডিএসও২১ ও এনপিএস প্রকল্প শ্রমিকশ্রেণীর নিরাপত্তা বিঘ্নিত করে শুধু তাই নয় এই শ্রমিকসহ সমগ্র সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নেবে।তাই আজ আইএনটিইউসিকে শপথ নিতে হবে এই সরকারকে উৎখাতের জন্য নিরবিচ্ছিন্ন আন্দোলনের।উপস্থিত আইএনটিইউসির সদস্যগণ  বর্তমান ফ্যাসিস্ট বিজেপি সরকারকে পরাজিত করে কংগ্রেসকে সরকারে আনার অঙ্গীকার গ্রহন করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *