যে সরকারের কোনো মায়া-মমতা নেই সেই সরকারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জী, এটা বাংলার দুর্ভাগ্য — বললেন অধীর রঞ্জন চৌধুরী।

নিজস্ব সংবাদদাতা, ৯ নভেম্বর’২২ঃ

টেট উত্তীর্ণ চাকুরী প্রার্থীদের আন্দোলনের উপর পুলিশি নির্যাতন নিয়ে কথা বলতে গিয়ে আজ রাজ্যের তৃণমূল সরকারের প্রবল সমালোচনা করেছেন অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর বাবু আজ বলেন যে, চাকুরী প্রার্থীরা একবার শুধু রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করলে কি মুখ্যমন্ত্রীর জাত চলে যেত? – সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অধীর বাবু। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরো বলেন যে, যেভাবে মমতাহীন হয়ে এ রাজ্যের সরকার চাকুরী প্রার্থীদের মাথা ফাটাচ্ছে, সরকারি টাকা দেদারে খরচ করে আদালতে যাচ্ছে শুধুমাত্র আন্দোলনকারীদের চাকুরী আটকানোর জন্য – তা অত্যন্ত নিন্দনীয়।

অভিষেক বন্দোপাধ্যায়ের দুবাইয়ে চিকিৎসা করাতে যাওয়ার প্রসঙ্গে এদিন অধীর বাবু বলেন যে, চিকিৎসার জন্য কেউ দুবাই যাচ্ছে – এমন আগে শোনা যায়নি। দুবাইয়ের চিকিৎসা ব্যবস্থা কবে এত উন্নত হলো? এই বলে কটাক্ষও করেন তিনি। অধীর বাবু অভিযোগ করে বলেন, গরু পাচারের টাকা কেবল বাংলাদেশ নয় দুবাই সহ মধ্য প্রাচ্যেও চলে গেছে। তিনি আরো বলেন, অভিযুক্ত- পলাতক কয়লা মাফিয়াদের সঙ্গে দেখা করার জন্য কেউ দুবাই গিয়েছিলো কিনা তাও তদন্তকারীদের খতিয়ে দেখা উচিত। বুধবারের সাংবাদিক সম্মেলনে অধীর বাবু বিজেপি’র CAA নিয়ে রাজনীতির বিরুদ্ধেও সরব হয়ে বলেন, যে কোনো ভোট আসলেই এভাবে বিজেপি ও মোদি CAA নিয়ে নোংরা রাজনীতি করে। তিনি এ বিষয়ে আরো যুক্ত করে এদিন বলেন, মতুয়ারা এদেশে ভোটাধিকার পেয়েছেন, তাঁদের রেশন কার্ড আছে, তাঁরা সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্য পেয়ে থাকেন আমাদের সকলের মতই। তা’হলে নতুন করে তাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা উঠছে কেন? এগুলি স্রেফ মোদি-শাহের ভোটের রাজনীতি – এই বলে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *