রাজনৈতিক দ্বিচারিতার দৃষ্টান্ত রাখছেন তৃণমূল সুপ্রিমো– অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, ২ সেপ্টেম্বর :

মমতা ব্যানার্জী বলেছেন RSS- এর সবাই খারাপ নয়,অনেক ভাল লোকও আছে।এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেন যে মমতা ব্যানার্জীর মুখে এই সাম্প্রদায়িক শক্তির জয়গান আগেও শোনা গেছে,ফলে তাঁর আর এস এসে’র প্রতি এই মনোভাব নতুন কিছু নয়।২০০৩ সালে যখন তিনি বিজেপি সরকারের মন্ত্রী তখন আর এস এস নেতাদের কাছে আবেদন জানিয়ে বলেন যে তিনি বাংলায় সরকার গঠন করতে চান। একই সাথে আরএসএসকে দেশভক্ত বলে অভিহিত করে তাদের সাহায্য চান এই কাজে।আরএসএস ও তাঁকে দেবী দুর্গার সাথে তুলনা করে প্রশস্তিতে ভরিয়ে দেয়।

অধীরবাবু মনে করিয়ে দেন যখন গুজরাট দাঙ্গা চলছিল তখন মমতাদেবী একবারও তার বিরুদ্ধে কোন প্রতিবাদ করেন নি।বরং তারপর মোদী পুনরায় ক্ষমতায় আসার পর তার জন্য ফুলের তোড়া পাঠিয়েছিলেন।এই সকল ঘটনাই প্রমাণ করে যে মমতা ব্যানার্জী একজন রাজনৈতিক দ্বিচারিতায় পূর্ণ নেত্রী যিনি ক্ষমতায় টিকে থাকার জন্য হিন্দু – মুসলীম বিভাজন বা প্রয়োজন অনুযায়ী কখনও হিন্দু মৌলবাদী বা কখনও মুসলীম মৌলবাদী, যাদের সাথে তাৎক্ষনিক হাত মেলালে সুবিধা তিনি তাই করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *