মাদ্রাসা সার্ভিস কমিশনের মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীদের পাশে অধীর চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,২০ শে সেপ্টেম্বরঃ

দীর্ঘ দিন ধরে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের মাদ্রাসাগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া বন্ধ আছে৷ আর এরই প্রতিবাদে দীর্ঘ দিন ধরেই মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেধা তালিকায় থাকা চাকরি প্রার্থীরা আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার এই আন্দোলনকারীদের পাশে গিয়ে দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সল্টলেকে বিকাশ ভবনের অদূরেই গত একমাস ধরে অবস্থানে বসেছেন এই আন্দোলনকারীরা। রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করলেও মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপারে চুপ কেন? এই প্রশ্ন তোলা হচ্ছে আন্দোলনকারীদের পক্ষ থেকে। মঙ্গলবার অধীর বাবুর সঙ্গে এই অবস্থান মঞ্চে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অসিত মিত্র, সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, কৌস্তভ বাগচী, জয়ন্ত দাস, অশোক ভট্টাচার্য, সৌরভ প্রসাদ প্রমুখেরা।

আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে অধীর বাবু এদিন রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন যে, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী এরাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়কে স্রেফ ভোটের নজরে দেখেন, কিন্তু তাঁদের রুটিরুজি – জীবন জীবিকার উন্নয়নের ব্যাপারে তাঁর কোনো লক্ষ নেই। মাদ্রাসা চাকরি প্রার্থীদের আন্দোলনে যেকোনো ধরনের সহযোগিতা করতে কংগ্রেস প্রস্তুত বলেও এদিন অধীর বাবু জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *