সংখ্যালঘু উন্নয়নে রাজ্য ব্যর্থঃ মুখ্যমন্ত্রীকে চিঠি অধীর চৌধুরীর

নিজস্ব প্রতিবেদনঃ

সংখ্যালঘু সমাজের মানুষদের সামাজিক এবং আর্থিক উন্নতির ব্যাপারে কেন্দ্রীয় সরকারের মতোই এই রাজ্যের তৃণমূল সরকারও সমানভাবে উদাসীন, এমনই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে অধীর বাবু অভিযোগ করেছেন যে, কেন্দ্রের মতো এ রাজ্যেও সংখ্যালঘুদের জন্য খাতায় কলমে মন্ত্রীত্বের দপ্তর, নানা কর্মসূচী এবং পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সমাজ বিশেষত মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থা দিনদিন আরো খারাপের দিকেই এগিয়ে চলেছে। চিঠিতে  প্রদেশ কংগ্রেস সভাপতি  আরো উল্লেখ করেছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু কমিশন সংখ্যালঘুদের উন্নয়নের রোড-ম্যাপ তৈরির ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে কোনোরকম আলোচনা করেন না; বহরমপুর লোকসভা এবং মুর্শিদাবাদ জেলা যেখানে প্রায় সত্তর শতাংশ মানুষ মুসলিম সেখানকার পাঁচ পাঁচবারের সাংসদ হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের সংখ্যালঘু কমিশন কখনো সংখ্যালঘু উন্নয়নের ব্যাপারে অধীর বাবুর মতামত চেয়ে পাঠাননি এবং তাঁর সঙ্গে কেনো পরামর্শ করেননি বলেও অভিযোগ করেছেন অধীরবাবু। উল্লেখ্য মুর্শিদাবাদে আলিগড় বিশ্ববিদ্যালয়ের স্থাপনে সাংসদ অধীর চৌধুরীর অবদান সকলেরই জানা আছে, সেই বিশ্ববিদ্যালয়ের উন্নতি সাধনে রাজ্য সরকার গড়িমসি করছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

মুখ্যমন্ত্রীকে লেখা এই চিঠিতে অধীর বাবুর অভিযোগ , প্রায় একদশক হয়ে গেলো তৃণমূল ক্ষমতায় কিন্তু  মুসলিম সম্প্রদায়ের তথা সংখ্যালঘু সমাজের জীবন-জীবিকা, শিক্ষা বিস্তার সহ সামাজিক নিরাপত্তার ব্যাপারে এই রাজ্যের সরকার সম্পূর্ণ ব্যর্থ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *