ঝালদা নিয়ে রাজ্যপালকে চিঠি অধীর চৌধুরীর

নিজস্ব সংবাদাতা, কোলকাতা, ৪ ঠা ডিসেম্বর’২২ঃ

ঝালদা পৌরসভায় নতুন বোর্ড গঠন নিয়ে রাজ্য সরকারের টালবাহানা নিয়ে এবার রাজ্যের রাজ্যপালের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উল্লেখ্য চলতি বছরের গোড়ার দিকে অনুষ্ঠিত পুরুলিয়ার ঝালদা পৌরসভার নির্বাচনে কংগ্রেস ও তৃণমূল ৫ টি করে আসনে জয়ী হয়, ২ টি আসনে জেতেন কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের কথা ছিলো কংগ্রেসের।কিন্তু কংগ্রেস এক জয়ী প্রার্থী তপন কান্দু শপথ নেওয়ার আগেই খুন হন। তৃণমূল বোর্ড গঠন করে। অন্যদিকে নিহত তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হলে আবারও কংগ্রেস প্রার্থী জয়ী হন সেখানে। এরপর কংগ্রেস ঝালদা পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনলে তৃণমূল পরিচালিত পৌরবোর্ড আদালতের দ্বারস্থ হয়। কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে আস্থা ভোট অনুষ্ঠিত হলে তৃণমূল সেই আস্থা ভোটে পরাজিত হয়। এরপর খুব স্বাভাবিক ভাবেই কংগ্রেসের উদ্যোগে নতুন পৌরবোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়। কিন্তু হঠাৎ করে রাজ্য সরকারের পক্ষ থেকে ঝালদা পৌরসভায় প্রশাসক নিয়োগ করা হয়। রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ জানিয়ে অধীর বাবু এদিন পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে একটি চিঠি দিয়েছেন। অন্যদিকে পুরুলিয়া জেলা কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাত জানিয়েছেন যে, তৃণমূল যতই চেষ্টা করুক, গণতন্ত্রের জয় হবেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *