মা মাতঙ্গিনীর প্রাণ সেদিন কারা কেড়ে নিলো…?

অশোক ভট্টাচার্য (রাজা)

ভাবা যায়!!!২৯ শে সেপ্টেম্বর ‘১৯৪২। ব্রিটিশ পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন ‘গান্ধী বুড়ি’ মাতঙ্গিনী হাজরা। মা মাতঙ্গিনী র রক্তে ভিজে গ্যালো বাংলার মাটি…প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল সারা বাংলা৷ রক্তনদী র উদ্বেলিত ধারায় প্রতিবাদের ঢেউ আছড়ে পরলো আসমুদ্রহিমাচল। আর চুপ করে মৌনী বাবা হয়ে বসে থাকলেন সেই সময়কার ফজলুল হক মন্ত্রীসভার অর্থমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।

১৯৪২-এর ২৬ জুলাই বেঙ্গল গভর্নর জন হার্বার্টকে একটি চিঠি লিখে শ্যামাপ্রসাদ মুখার্জী কংগ্রেসের বিরুদ্ধে মোকাবিলা করার এবং ‘ভারতছাড়ো আন্দোলন ‘কে দমন করার একটি প্ল্যান ছকে দেন। শ্যামাপ্রসাদ লিখলেন—-

যুদ্ধের এই সময়ে কেউ যদি জনতার আবেগ উস্কাতে চায় আর দেশের ভেতরে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা তৈরি হয় তাহলে সরকার চালোনোর স্বার্থেতা দমন করা সরকারের কর্তব্য”, প্রতিশ্রুতি দিয়ে লিখছেন শ্যামাপ্রসাদ, “আপনার একজন মন্ত্রী হিসেবে আমি আপনাকে সর্বান্তকরণ সহযোগিতা দিতে প্রস্তুত আছি এবং এই সংকটের সময়ে আমি আমার প্রদেশ ও দেশের জন্য কাজ করতে চাই।” [ সূত্রঃ Leaves From a Diary by Mookerjee Shyama Prasad ( Author) ]

ফজলুল হক – শ্যামাপ্রসাদদের মন্ত্রীসভার নির্দেশেই গুলি চালানো হলো সেদিন মা মাতঙ্গিনীর বুকে।

মাতঙ্গিনী হাজরার হন্তারকরা আজও সক্রিয়৷ মা’এর রক্ত এর শপথ….” ভয় নেই মা আমরা, প্রতিবাদ করতে জানি..”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *