‘রোড ফর ভোট’ -বাজেট নিয়ে কটাক্ষ অধীরের

কেন্দ্রীয় বাজেটে রাজ্যের রাস্তার জন্য বরাদ্দ হল টাকা। ‘রোড ফর ভোট’ কটাক্ষ করলেন লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরী । অধীর চৌধুরী করে বলেন, সামনেই বিধানসভা নির্বাচন। সেই জন্য ‘রোড ফর ভোট’। পুরো পৃথিবীর সঙ্গে ভারতও করোনা মহামারীতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। বাজেট পেশ হল আজ। অনেক আশায় ছিলাম, আজকের বাজেট পেশের মাধ্যমে কোনও নতুন দিশা দেখতে পাওয়া যাবে। আশা করেছিলাম দেশের অর্থনীতি ঘুরে দাঁড় করানোর মতো কোনও উদ্যোগ নেওয়া হবে কিন্তু তা নেওয়া হয়নি, আমি এই বাজেটে হতাশ। এই বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে যেটা উচিৎ হয়নি। অধীর চৌধুরী এও বলেন, সরকার আজ যে পথে চলছে সেগুলি সরাসরি বেসরকারি করণের দিকে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক নেই। ‘সরকার বেসরকারীকরণ চায় ‘। এটিই আজকের বাজেটের চমক বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী । “WhatsAppFacebookTwitterEmailPinterest
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *