ভগবানপুরে ভারত ছাড়ো’র শহিদ বেদী অবরুদ্ধ করে সরকারি প্রকল্প, প্রতিবাদে কংগ্রেস।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর,৮ নভেম্বর’২২ঃ

স্বাধীনতা সংগ্রামের শহিদদের অপমান করছে রাজ্য সরকার। এমনই অভিযোগ আনলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র। বিস্তারিত ভাবে উল্লেখ করে এ বিষয়ে মানস বাবু জানান যে, ভারত ছাড়ো আন্দোলনের অঙ্গ হিসেবে ১৯৪২ সালের ২৯শে সেপ্টেম্বর ভগবানপুর থানা দখল করতে গিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে ১৬ জন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিলেন। স্বাধীনতার পর আগস্ট বিপ্লবের শহীদগনের আত্ম বলিদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে যেখানে বন্দুকের গুলি খেয়ে স্বাধীনতা সংগ্রামীরা মাটিতে লুটিয়ে পড়ে ছিলেন, সেই রক্তভেজা মাটিতে শহীদ বেদী স্থাপন করা হয়। শহীদ বেদী সংলগ্ন মাঠকে খালি রাখা হয়। সেখানে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, শহীদ দিবস উদযাপনসহ বিভিন্ন সর্বজনীন অনুষ্ঠান হয়। শহীদ বেদী সংলগ্ন মাঠকে অবরুদ্ধ করে সেখানে রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে নূতন গৃহ নির্মাণকাজ শুরু হয়েছে। এতে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের লোকজনসহ সাধারণ মানুষ মর্মাহত। স্থানীয়ভাবে মানুষজন তার প্রতিবাদে মুখর হয়েছেন। এই নির্মাণকাজ বন্ধ করে ভগবানপুর হাসপাতাল সংলগ্ন রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের খালি জায়গাতে গৃহ নির্মাণকাজ করার জন‍্য সরকারের বিভিন্ন স্তরে আবেদন নিবেদন করেছেন।

উল্লেখ্য পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের পক্ষ থেকে ভগবানপুরে শহীদ বেদী সংলগ্ন মাঠকে অবরুদ্ধ করে সেখানে রাজ‍্য সরকারের সাস্থ্য দপ্তরের অধীনে নূতন গৃহ নির্মাণকাজের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে । অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধ করে ভগবানপুর হাসপাতাল সংলগ্ন রাজ‍্য সরকারের স্বাস্থ্য দপ্তরের খালি জায়গাতে এই গৃহ নির্মাণকাজ করার জন‍্য সরকারের কাছে অনুরোধ জানানোও হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে । মানস বাবু প্রশ্ন তুলেছেন, হাসপাতালের রোগী কল‍্যাণ সমিতিতে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিরা আছেন। তাঁরা থাকতে থাকতে শহীদ বেদী সংলগ্ন মাঠে নির্মাণকাজ হয় কিভাবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *