ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের বৃদ্ধি বিরুদ্ধে কংগ্রেসের স্মারকলিপি

নিজস্ব সংবাদদাতা, ৩০ নভেম্বর :

গতকাল বিধাননগর টাউন কংগ্রেসের উদ্যোগে বিধাননগর পুরসভায় পুর কমিশনারের কাছে এক স্মারকলিপি দেওয়া হয়।মূলতঃ ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ বৃদ্ধি ও তা সম্পর্কে পুরসভা যথাযথ ব্যবস্থার দাবী ও এব্যাপারে নিয়মিত নজরদারি ও প্রচারের উদ্যোগের দাবীই ছিল মুখ্য আলোচনার বিষয়।এছাড়া রাস্তায় বজ্য পদার্থ দিনের পর দিন জমে থাকার কারনে অনেক জায়গায় জমা জলের কারনে মশার বংশবৃদ্ধি হচ্ছে ও বাজারে বাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এখনও রমরমা করে চলছে।কিছুদিন আগে পুরসভা এব্যাপারে উদ্যোগ নিয়েছিল বলে জরিমানা দেওয়ার ভয়ে এই প্লাস্টিকের ব্যবহার প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।কিন্তু নজরদারির অভাবে ও জরিমানা চালু করার প্রতি পুরসভার অনীহা বিভিন্ন নালার তরলের গতি রুদ্ধ করে দিচ্ছে।তাই এগুলোর ব্যাপারে ব্যবস্থার অনুরোধ জানানো হয়।উল্লেখ করা যেতে পারে মেয়র নিজে সময় দেওয়া সত্বেও তা এড়িয়ে যান বাজেট সংক্রান্ত কাজের আছিলায়।এই কর্মসূচিতে অংশগ্রহন করেন টাউন কংগ্রেসের সভাপতি সিজার ঘটক,অশোক সরকার,সুতপা মিত্র,ইন্দ্রাণী ভট্টাচার্য, কেষ্ট মুন্ডা,ঋক উপাধায় প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *