রাজ্যে গেরুয়া শিবিরে ধ্বস-কংগ্রেসে যোগদান

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ৫ ই মেঃ

বিজেপি’র জাতীয় কর্মসমিতির প্রাক্তন সদস্য তথা বর্তমানে শিবসেনা নেতা অশোক সরকারের নেতৃত্বে বহু বিজেপি-শিবসেনা কর্মী কংগ্রেসে যোগদান করলেন। ৪ ঠা মে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, উত্তর ২৪ পরগণা জেলা ( শহর) কংগ্রেসের সভাপতি তাপস মজুমদারের উপস্থিতিতে এই সব বিজেপি-শিবসেনা কর্মীরা কংগ্রেসে যোগ দেন। কংগ্রেসে যোগ দিয়ে অশোক সরকার জানান, এ রাজ্যে যাদের বিরুদ্ধে তাঁদের লড়াই ছিলো তারাই আজ গেরুয়া শিবিরের বড় বড় পদ নিয়ে বসে আছে। শুধু তাই নয়, দিল্লির বিজেপির সঙ্গে এ রাজ্যের তৃণমূলের গোপন আঁতাত আজ প্রকাশ্যে চলে আসায় পশ্চিমবঙ্গের নীচু তলার বিজেপি কর্মীরা হতাশ। এই অবস্থায় রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে একমাত্র অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেসই লড়তে পারেন বলে তাঁরা মনে করছেন। অশোক বাবু আরো জানান যে, আগামী দিনে রাজ্যে গেরুয়া শিবির থেকে প্রচুর কর্মীসমর্থক কংগ্রেসে যোগ দিতে চলেছেন। উল্লেখ্য অশোক বাবু এ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন যে, বিজেপি’র ভেদাভেদ সৃষ্টি করার রাজনীতির বিরুদ্ধে আজ সমান ভাবে গর্জে উঠতে হবে সকলকেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *