কোলকাতার ত্রিপুরা ভবনে কংগ্রেসের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,১লা জুলাইঃ

ত্রিপুরা জুড়ে নির্বাচন পরবর্তী হিংসা ও সন্ত্রাসের পরিস্থিতির বিরুদ্ধে কোলকাতার ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখালেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের টিভি প্যানেলিস্টরা। শুক্রবার সৌম্য আইচ রায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের সদস্যরা আচমকাই কোলকাতার প্রিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনের সামনে বিক্ষোভ দেখাতে চলে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য ত্রিপুরায় বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কংগ্রেসের পার্টি অফিসগুলিতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা চলছে বিজেপির দুষ্কৃতকারীদের নেতৃত্বে। এসবের প্রতিবাদে আজ বিক্ষোভ প্রদর্শনকারীদের পক্ষ থেকে ত্রিপুরা ভবনের জয়েন্ট রেসিডেন্সিয়াল কমিশনারের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।

বিক্ষোভ কর্মসূচীতে সৌম্য আইচ রায় ছাড়াও উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জী, চন্দন ঘোষ চৌধুরী, অনিন্দ্য রায় চৌধুরী, সুস্মিতা বিশ্বাস, সন্দীপা চক্রবর্তী, সুমন রায় চৌধুরী, মানস সরকার, সৌমক পালিত, পূজা রায় চৌধুরী, লিপিকা ঘোষ, শুভাশিস ভট্টাচার্য, কামরুজ্জামান চৌধুরী,অরিন্দম গোস্বামী সহ অন্যান্যরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *