এগরা হাসপাতালে অনিয়মের অভিযোগে কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর,২৩ নভেম্বর’২২ঃ

এগরা মহকুমা হাসপাতালে ছোটবড় অপারেশন করার জন‍্য ৬মাস থেকে ৯মাস পর অপারেশনের তারিখ নির্দিষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে পরোক্ষভাবে রোগীদের বেসরকারী নার্সিংহোমে গিয়ে অপারেশন করাতে বাধ‍্য করা হচ্ছে। তারই প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে বুধবার জনস্বার্থে নয় দফা দাবীর ভিত্তিতে এগরা মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারইনটেন্ডেন্টের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস কমিটির সভাপতি মানস কর মহাপাত্র, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, এগরা মহকুমা কংগ্রেসের সভাপতি আল্পনা পট্টনায়ক, এগরা ১নং ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ জানা প্রমুখ নেতৃবৃন্দ । মানসবাবু অভিযোগ করেন, গল-ব্লাডার, ইউটেরাসে টিউমার, হার্নিয়া, কানের, গলার জরুরী ছোটবড় অপারেশন করার জন‍্য ছয় মাস থেকে নয় মাস পর অপারেশনের তারিখ নির্দিষ্ট করা হচ্ছে। এক্ষেত্রে পরোক্ষভাবে রোগীদের বেসরকারী নার্সিংহোমে গিয়ে অপারেশন করাতে বাধ‍্য করা হচ্ছে। হাসপাতালের সুপার সমীর আচার্য‍্য জানান, অ‍্যানাস্থিওলজিস্ট কম থাকার কারনে জেনারেল অপারেশনের ক্ষেত্রে কখনো কখনো দেরী হতে পারে, এখানে মাত্র তিনজন অ‍্যানাস্থিওলজিস্ট আছেন। লেবার রুমে ২৪ঘন্টা×৭দিন অ‍্যানাস্থিওলজিস্ট থাকেন। আমরা স্বাস্থ্যভবনে আরও অ‍্যানাস্থিওলজিস্ট চেয়েছি, পেয়ে গেলে সমস‍্যার সমাধান হবে। মানসবাবু বলেন, হাসপাতালের পরিকাঠামো থাকা স্বত্ত্বেও কিছু দালালদের চক্রান্তে রোগীরা চিকিৎসার আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা বেসরকারী প্রতিষ্ঠানে করাতে বাধ‍্য হচ্ছেন। হাসপাতালের সুপার বলেন, এধরনের ঘটনা তাঁর জানা নেই, নির্দিষ্ট অভিযোগ পেলে নিশ্চয়ই ব‍্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কংগ্রেসের পক্ষ থেকে বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা বাড়ানো, আয়ুষের সমস্ত বিভাগের উন্নয়ন, সিটি স্ক‍্যান, ডায়ালাইসিস চালু করা এবং নার্সিং স্টাফ সহ অন‍্যান‍্য সহযোগী কর্মীদের মানবিক হওয়ার দাবি জানানো হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *