রাজনৈতিক প্রভুদের খুশি করতেই কি ডিপিতে নেহরুর ছবি নেই! — তৃণমূল সুপ্রিমোকে টুইটে বিঁধলো কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,১৭ অগাষ্টঃ

প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি টুইটকে রিটুইট করে প্রদেশ কংগ্রেসের টুইটার অ্যাকাউন্ট থেকে তৃণমূল সুপ্রিমোর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়েছে যে, একটি শিশু রাজ্যের মুখ্যমন্ত্রীকে ইতিহাসের শিক্ষা দিলো। ঘটনার সূত্রপাত রাজ্য কংগ্রেসের সোশাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান অভিষেক বন্দোপাধ্যায়ের টুইটকে ঘিরে। অভিষেক নিজের কন্যা সন্তানের আঁকা একটি ছবি দিয়ে টুইট করে মুখ্যমন্ত্রীর উদ্দেশে লিখেছিলেন, ” আপনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে নিজের রাজনৈতিক প্রভুদের খুশী করার লক্ষে নেহেরুজির ছবি মুছে দিলেও, ইতিহাসকে মুছে ফেলা সম্ভব নয়। ” উল্লেখ্য অভিষেক কন্যার আঁকা সেই ছবিতে দেখা যাচ্ছে ভারতের প্রথম স্বাধীনতা দিবসে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরু জাতীয় পতাকা উত্তোলন করছেন। অভিষেকের এই টুইটিকেই প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রিটুইট করা হয়।সম্প্রতি স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজের টুইটার ও ফেসবুকের ডিপি পরিবর্তন করেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এর সঙ্গে তৃণমূলের সর্বস্তরের নেতা-নেত্রীরা একই পথ অনুসরণ করে নিজেদের ডিপি পরিবর্তন করে নতুন ডিপি রাখেন। দেখা যায় মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা-নেত্রীদের সেই নতুন ডিপিতে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের ছবি থাকলেও, আশ্চর্যজনক ভাবে সেখানে জহরলাল নেহরুর কোনো ছবি নেই। ঠিক এখানেই দানা বাঁধে বিতর্ক। বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন ওঠে, যেভাবে প্রধানমন্ত্রী সহ বিজেপি-আর এস এস দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে জহরলাল নেহরুর নাম মুছে দিতে অতি সক্রিয় হয়ে উঠেছেন, সেই একই পথ কি তৃণমূল অনুসরণ করলো?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *