বারো দফা দাবি নিয়ে বহরমপুর ব্লকের বিডিও-কে কংগ্রেসের ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর,২২ শে ডিসেম্বর’২২ঃ

গত ২০ শে ডিসেম্বর, মঙ্গলবার বহরমপুর ব্লকের বিডিও কার্যালয়ের সামনে বিক্ষোভ সভা এবং তারপর বিডিও-কে ডেপুটেশন কর্মসূচী পালন করা হলো কংগ্রেসের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদের প্রকৃত প্রয়োজন আছে তারা যেন ঘর পায়, আবাস যোজনার সমীক্ষায় স্বচ্ছতা আনার দাবি, ষাট বছরের উর্ধে প্রতিটি মানুষকে বার্ধক্য ভাতা দেওয়ার দাবি, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েও আবেদন করে যাঁরা লক্ষ্মী ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত তাদের সমস্যার সুরাহার দাবি সহ বারো দফা দাবি নিয়ে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকে কংগ্রেসের এই কর্মসূচী ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো। মঙ্গলবারের ওই কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য হালদার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মহফুজ আলম ডালিম, বহরমপুর শহর কংগ্রেসের সভাপতি অরিন্দম দাস, মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি মহঃ তহিদুর রহমান, যুব কংগ্রেস নেতা সুমন সাহা( বিট্টু), বহরমপুর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি তৌসিফ রহমান( সুমন), বহরমপুর ব্লক কংগ্রেস নেতা নাজমুল আলম, এরশাদ আলি, দুর্গাপদ বিশ্বাস, সাবেরা বিবি প্রমুখ কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, এই বারো দফা দাবির ব্যাপারে শীঘ্র প্রশাসনের তরফে ইতিবাচক পদক্ষেপ নেওয়া না হলে কংগ্রেসের পক্ষ থেকে অচিরেই এইসব ইস্যুগুলো নিয়ে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *