কংগ্রেস কার্যালয় ভাঙার প্রতিবাদে বিক্ষোভ কল্যাণীতে

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

জেসিবি দিয়ে কল্যানী পুরসভা রাতের অন্ধকারে গুঁড়িয়ে দিল কল্যাণীর দুই নম্বর বাজার সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়। আগে কল্যানীতে কংগ্রেসের সমস্ত দলীয় কার্যালয় গায়ের জোরে ও প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল দখলে করে নিয়েছিল, যার মধ্যে কিছু পার্টি অফিসের কাগজপত্র ও এখনও কংগ্রেসের নামে।

যেখানে সারা কল্যাণী শহর জুড়ে তৃণমূলের বেআইনি নির্মান, জমি দখল, বৃক্ষ নিধন যজ্ঞ চলছে। সেখানে কংগ্রেসের পার্টি অফিস এবং তৎসংলগ্ন বেশ কিছু দোকান ভেঙে ফেলা হল সৌন্দর্য্যায়নের নামে। কংগ্রেসের অফিসে থাকা বাবাসাহেব আম্বেদকর, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রীসহ একাধিক মনীষীদের ছবি নষ্ট করে তুলে নিয়ে গিয়ে ফেলা হলো ভাঙাচোরা ফেলার জায়গায়। তা নিয়েই গত ১ লা মে প্রতিবাদ সভা করা হলো কল্যানী দুই নম্বর বাজার সংলগ্ন বাস স্ট্যান্ডে। বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন কল্যানী শহর কংগ্রেস সভাপতি অসিত মন্ডল, কার্যকরী সভাপতি সুমন গাঙ্গুলি, শহর যুব কংগ্রেস সভাপতি সৌমিক দাস, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি আলম সিদ্দিকী, শহর সেবাদল সভাপতি মৃণাল খারা, নদীয়া জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী লিপিকা ঘোষ ও শহর কংগ্রেসের অসংখ্য কর্মীগণ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *