চিকিৎসা বিভ্রাটের প্রতিবাদে পথে নামলো দক্ষিণ কোলকাতা জেলা কংগ্রেস।


নিজস্ব সংবাদদাতা, কোলকাতা; ২৩ শে এপ্রিলঃ

 

ঢাকুরিয়ার বাসিন্দা জগদীশ গাঙ্গুলী গত ১১ ই এপ্রিল পথ দূর্ঘটনায় দুটো পা ভাঙ্গা অবস্থায় দক্ষিণ কোলকাতার এম. আর. বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন, অভিযোগ উঠেছে  সাত দিন ধরে রোগীকে ফেলো রাখার পর  নির্ধারিত অপারেশন দিনে জগদীশ বাবু মারা যান ।হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন হৃদযন্ত্র বিকল হয়ে তিনি মারা গেছেন। কিন্তু  রোগীর পরিবার-পরিজনের  অভিযোগ করেছেন, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্যই জগদীশ বাবুর মৃত্যু হয়েছে।
এই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবীতে
আজ  দক্ষিন কোলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে এম.আর.বাঙ্গুর হাসপাতালের সুপারকে ডেপুটেশান দেওয়া হয় ।

দক্ষিণ কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ জানিয়েছেন,
বাংলার মানুষ সু-চিকিৎসার জন্য কোলকাতার হাসপাতালগুলির মুখাপেক্ষি হয়ে থাকেন ।খোদ রাজ্যের রাজধানীতে যদি এই ভাবে চিকিৎসা বিভ্রাট হয় তাহলে কার উপর মানুষ ভরসা করবেন ? হাসপাতালের সুপারকে স্মারকলিপি প্রদানের আগে  আগে হাসপাতালের গেটে আয়োজিত বিক্ষোভ  সভায় এই মৃত্যুর  সঠিক তদন্তের দাবিতে বক্তব্য পেশ করেন দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ,প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক আশুতোষ চ্যাটার্জী,জেলা কংগ্রেস নেতা শাজাহান দেওয়ান,  সুবীর চৌধুরী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *