মধ্য কোলকাতায় অন্তঃসত্ত্বা মহিলার উপর নৃশংস অত্যাচার–প্রতিবাদে পথে নামলো কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা, ২৩ শে অগাস্টঃ

নারকেলডাঙ্গা অঞ্চলে আট মাসের এক অন্তঃসত্ত্বা মহিলার আক্রান্ত হওয়ার ঘটনায় উত্তাল রাজ্য- রাজনীতি। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় তৃনমূল বিধায়ক আশ্রিত গুণ্ডাবাহিনীর বিরুদ্ধে। তারই প্রতিবাদে পথে নামলো কংগ্রেস। বর্তমানে পাড়া ছাড়া ওই পরিবারের ওপর অত্যাচার , অন্তঃসত্ত্বা নারীর ওপর আক্রমণ এবং প্রোমোটার রাজ কায়েম করার বিরুদ্ধে কংগ্রেস মঙ্গলবার প্রতিবাদ সংগঠিত করে। মধ্য কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল ও প্রাক্তণ সাধারন সম্পাদিকা শাহীনা জাভেদ এর নেতৃত্বে রাজাবাজার মোড়ে একটি বিশাল বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করা হয়। প্রাক্তন বিধায়ক অসিত মিত্র , প্রদেশে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ , প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদিকা শাহীনা জাভেদ, সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতার, বিভিন্ন ব্লক কংগ্রেস সভাপতি গণ ও নেতৃবর্গ ও কর্মীবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিত্ব করেন মধ্য কোলকাতা জেলা কংগ্রেস সভাপতি সুমন পাল। বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস এর সহসভাপতি অসিত মিত্র , প্রাক্তন সাধারন সম্পাদিকা শাহীনা জাভেদ, প্রদেশের সম্পাদক সুমন রায় চৌধুরী , সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামীম আখতার , সমীর আলম , সাদাফ সিদ্দিকী , সায়েদ ওয়ারসি প্রমুখ নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *