মালদার মালতীপুরে অধীর চৌধুরীর সভায় মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা, মালদা, ৫ নভেম্বর’২২ঃ

তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে শনিবার উত্তাল হয়ে উঠলো মালতীপুর বিধানসভার শিরিপুর অঞ্চল। কংগ্রেসের আহ্বানে আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, পশ্চিম বঙ্গের জন্য নিযুক্ত এ আই সি সি পর্যবেক্ষক সাংসদ ড. চেল্লাকুমার, সাংসদ আবু হাসেম খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম, প্রাক্তন বিধায়ক আলবেরুনু, প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী, প্রাক্তন বিধায়ক মোত্তাকিন আলম প্রমুখ নেতৃবৃন্দ। প্রসঙ্গত উল্লেখ্য যে, কিছুদিন আগে ওই অঞ্চলের একটি মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচনে কংগ্রেস নেতা মাসুদ আলমের নেতৃত্বে কংগ্রেস ও বাম জোটের প্রার্থীরা তৃণমূলকে পর্যদুস্ত করে বিপুল ভাবে জয়ী হন। ভোটে পরাজয় হজম করতে না পেরে প্রথমে জয়ী প্রার্থীদের জয়ের সার্টিফিকেট নিতে বাধা দেওয়া হয়। কিন্তু মাসুদ আলমের নেতৃত্বে কংগ্রেস মনোনীত জয়ী প্রার্থীরা মাটি কামড়ে পড়ে থেকে শেষ পর্যন্ত জয়ী হওয়ার সার্টিফিকেট গ্রহণ করেন। প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম জানিয়েছেন যে, ওই দিনের পর থেকেই এলাকায় সন্ত্রাস নেমে আসে এবং তৃণমূলের প্রকাশ্য সভা থেকে কংগ্রেস কর্মীদের হাত কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয় প্রাক্তন বিধায়ক আরো জানিয়েছেন যে, মাদ্রাসার ভোটে হেরে যাওয়ার পর পরই ২৪ জন কংগ্রেস কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। শনিবারের প্রতিবাদ সভা থেকে অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতৃত্ব তৃণমূলের এই সন্ত্রাসের বিরুদ্ধে সরব হন। অধীর বাবু তাঁর বক্তব্যে এদিন তৃণমূলের দুর্নীতি ও সন্ত্রাসের পাশাপাশি সি এ এ নিয়ে তৃণমূলের দ্বিচারিতার কথাও তুলে ধরেন। ড. চেল্লাকুমার এ রাজ্যে এস এস সির নিয়োগপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *