রান্নার গ্যাস, পেট্রোল পন্যর দাম উর্দ্ধমুখী ও কেরোসিনের ওপর ভর্তুকি প্রত্যাহার

গত তিনমাসে মোট ২০০ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম।বিগত ৩০ দিনের মধ্যে চারবার দাম বেড়েছে মোট ১২৫ টাকা। কলকাতায় এর দাম এখন ৮৪৫.৫০ টাকা।তাই রাহুল গান্ধী টুইট করেছেন ‘ জনতার জন্য মোদী সরকারের বিকল্প হল- ব্যবসা বন্ধ করে দেওয়া আর ফুঁ দিয়ে কাঠ বা পাতা দিয়ে উনুন জ্বালানো ও মিথ্যা প্রতিশ্রতি। ‘
একই সাথে পেট্রোলের দাম ১০০ টাকা ছুঁয়েছে। ডিজেলের সাথে পেট্রোলের দামের পার্থক্য কমে এসেছে। যদিও আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্য এর দাম এখন যথেষ্ট কম। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৫ ডলারের আশেপাশে। ২০১৪ সালে ইউপিএ সরকারের সময় যখন তা ১০৮ ডলার ছুঁয়েছিল তখন পেট্রোলের দাম ৭০ টাকার আশেপাশে ছিল।
এতদিন গরীব মানুষের জন্য কেরোসিনে ভর্তুকি দিত সরকার। এখন তাও তুলে দিতে চলেছে বিজেপি সরকার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *