ডঃ অভিজিৎ সেনঃ একটি আলোকদিশা

শুভাশিস মজুমদারের বিশেষ প্রতিবেদনঃ

অর্থনীতিবিদ ,যোজনা কমিশনের প্রাক্তন সদস্য এবং গ্রামীণ অর্থনীতির দেশের অন্যতম বিশেষজ্ঞ ডঃ অভিজিৎ সেন, গত ২৯ শে অগাষ্ট রাতে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তাঁর ভাই ডঃ প্রনব সেনের বয়ান অনুযায়ী , “রাত ১১টার দিকে তাঁর হার্ট অ্যাটাক হয়। আমরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর মধ্যেই সব শেষ হয়ে যায়।” চার দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে, ডঃঅভিজিৎ সেন নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ান এবং কৃষি খরচ ও মূল্য নির্ধারণ কমিশনের চেয়ারম্যান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত যোজনা কমিশনের সদস্য ছিলেন, যখন ডঃ মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। আর্থিক শ্রেণী নির্বিশেষে সার্বিক গনবন্টন ব্যবস্থা প্রণয়ন ও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার স্বপক্ষে তিনি কথা বলতেন। তাঁর নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুসারে ২০১৩ সালে ইউপিএ সরকার খাদ্য নিরাপত্তা আইন প্রণয়ন করেন। ২০১০ সালে তিনি ‘পদ্মভূষণ’ পান।ডঃ অভিজিৎ সেনের মৃত্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধি গভীর শোক ব্যক্ত করেছেন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে, উন্নয়নে ও নীতি প্রণয়নে ডঃ সেনের অবদান তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *