BSNL- এ আই এন টি ইউ সি’র সভা

সৌরভ কুন্ডু, কোলকাতা ; ৯ জুনঃ

কলকাতার ডালহৌসি তে টেলিফোন ভবনে আই এন টি ইউ সি অনুমোদিত ন্যাশনাল ইউনিয়ন অফ বি এস এন এল -এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেলো। ৮ ই জুন অনুষ্ঠিত এই সম্মেলনে পৌরোহিত্য করেন ইউনিয়নের সভাপতি অলোক নন্দী। প্রধান অতিথির আসন অলংকৃত করেন আই এন টি ইউ সি পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মহ: কামরুজ্জামান কামার।সম্মেলনে স্বাগত ভাষণ দিতে গিয়ে কামরুজ্জামান কামার প্রধানমন্ত্রী মোদি কে নিশানা করে বিএসএনএল-এর মত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থাতে কর্মচারীদের জোরপূর্বক স্বেচ্ছাবসর দিয়ে সংস্থাটি কে সঙ্কোচন করে শিল্পপতি মিত্রদের প্রভূত লাভ করানোর মোদি সরকারের তীব্র নিন্দা করেন। তিনি আরো বলেন যে মোদি সরকারের ভ্রান্ত শ্রমনীতি ও শিল্পনীতির কারণেই দেশের অর্থনৈতিক উন্নয়ন আজ তলানি তে গিয়ে ঠেকেছে। তিনি শ্রমিক বন্ধুদের একজোট হয়ে মোদি সরকারের ভ্রান্ত শ্রমনীতির বিরুদ্ধে আন্দোলন করতে আহ্বান জানান। তিনি রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও কেন্দ্রে মোদি সরকারের তীব্র নিন্দা জানান ও কেন্দ্র ও রাজ্যের ভ্রান্ত অর্থনৈতিক, শিক্ষা ও শ্রমনীতির চরম নিন্দা করেন। প্রসঙ্গত, কলকাতা বি এস এন এল-এর চিফ জেনেরাল ম্যানেজার দেবাশীষ সরকার ও এই সমাবেশে উপস্থিত ছিলেন। রাজ্য আই এন টি ইউ সি’র সাধারণ সম্পাদক দিব্যেন্দু মিত্র ও হিসাবরক্ষক আশীষ কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *