অসংগঠিত শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সম্পর্কে আলোচনাসভা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৩০ মে:

আইএনটিইউসি গত ২৮ মে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে সামাজিক নিরাপত্তা এবং অসংগঠিত শ্রমিকদের ওপর একটি আলোচনাসভা আয়োজন করে। এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন আইএনটিইউসি জাতীয় সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সিং। কোঅর্ডিনেটর ছিলেন আইএনটিইউসি রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার ।আলোচনাসভায় বলা হয় যে শ্রম কোডের বিধানগুলি অস্পষ্ট এবং সংশ্লিষ্ট শ্রম আইনগুলিকে দুর্বল করা হয়েছে, যা কর্মরত শ্রমিক শ্রেণীর ক্ষতি করবে। স্ব-নিযুক্ত শ্রমিক হিসেবে কর্মরত শ্রমিকরা বঞ্চিত করা হয়েছে এবং বর্তমান শ্রমবিধিতে দেশের ৪৫০ মিলিয়ন শ্রমিককে সামাজিক নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা নেই বলে জানানো হয়। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলিকে সর্বজনীনভাবে সামাজিক নিরাপত্তা প্রসারিত করার দৃষ্টিভঙ্গি গ্রহন করার দাবী জানানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য কোভিড এর কারণে গত মহামারীর সময় এবং পরে অনানুষ্ঠানিক খাতে অভিবাসী শ্রমিক এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য সরকারের দাবি ভুল বলে প্রমাণিত হয়েছিল। এই আলোচনাসভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত শ্রম কমিশনার অজয় ​​চক্রবর্তী,এস চক্রবর্তী,(গৌহাটির ওয়েলফেয়ার কমিশনার),চিন্ময় ভট্টাচার্য, বি আর শতপতী, প্রণব কুমার খান (অর্থনীতিবিদ),ডাঃ মায়া ঘোষ, সুভাস চন্দ্র নাহা, মানস ব্যানার্জী, তাপস মুখার্জি, তপন ঘোষ, নিজাম, দিব্যেন্দু মিত্র, সৌরভ কুন্ডু, সাগরিকা দাস, মোঃ মুখতার, হারজিৎ সিং, অজিত চক্রবর্তী, আশিস কুন্ডু, এস.কে. ব্যানার্জি প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *