পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত কর্মচারীদের রাজ্য কনভেনশন।

নিজস্ব প্রতিবেদন, ২৭ শে জুলাইঃ

বুধবার কোলকাতার নিজাম প্যালেসে সারা বাংলা কেন্দ্রীয় সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত কর্মচারী দের এক বিশাল কনভেনশনের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্য আইএনটিইউসির রাজ্য সভাপতি ও সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব এম কামরুজ্জামান কামার সাহেব কনভেনশন টির শুভ সূচনা করেন। তাঁর স্বাগত ভাষণে কামার সাহেব তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন যে কেন্দ্রীয় সরকারের একের পর এক ভ্রান্ত নীতির কারণে সারা দেশে সরকারি কর্মচারীরা আজ বিপন্ন বোধ করছেন। একটার পর একটা কেন্দ্রীয় সরকারী ও রাষ্ট্রায়ত্ত সংস্থা মোদি সরকার নিজেদের পুঁজিপতি মিত্রদের হাতে তুলে দিচ্ছেন। নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় হচ্ছে না। পুরোনো শ্রমনীতি রদ করে নতুন শ্রমনীতি লাগু করা হচ্ছে। এতে দেশের তামাম শ্রমিকশ্রেণী অত্যন্ত অসহায় বোধ করছেন। সরকারী কর্মীরা চূড়ান্ত নিরাপত্তার অভাবে ভুগছেন। অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে আগামী দিনে সমূহ বিপদের আশঙ্কা। এই ফ্যাসিবাদী সরকার দেশের আইনসভায় নিজেদের সংখ্যা গরিষ্ঠতার কারণে এক তরফা ভাবে সমস্ত বিল পাস করিয়ে নিচ্ছে। কৃষকরা যেমন সংঘবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার কে তিনটি কালা কৃষি কানুন রদ করাতে বাধ্য করিয়েছিল, সরকারী কর্মচারী দেরও ঠিক একই রকম লাগাতার আন্দোলনের মাধ্যমে নিজেদের সংঘবদ্ধ করে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রতিকুলতার জবাব দিতে হবে। কনভেনশন টির পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি শ্রী বিনোদ শর্মা মহাশয় ও সংগঠনের পক্ষে জোরালো বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল শ্রী ব্রজ মাধব ঘোষ। সরকারী কর্মীরা কিভাবে সংঘবদ্ধ হয়ে আগামী দিনে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে তার রূপরেখা স্থির করা হয়।

সংগঠনের পক্ষ থেকে খসড়া প্রস্তাবনা পাঠ করা হয় ও সভার অনুমতি সাপেক্ষে সেটি দিল্লিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে অনুমোদনহেতু পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নভেম্বর মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়ের কাছে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত ও গ্রহণ করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি সুনিপুনভাবে পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি ও রাজ্য আইএনটিইউসির আইটি সেলের সম্পাদক শ্রী সৌরভ কুন্ডু।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *