জলপাইগুড়িতে গ্রামে-গ্রামে বুথে-বুথে কংগ্রেসের জনসংযোগ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি, ৫ নভেম্বর’২২ঃ প্রতিদিন নিয়ম করে এক একটি অঞ্চল ধরে কংগ্রেস নেতা-কর্মীরা গ্রামের ভিতর পৌঁছে যাচ্ছেন। কারো বাড়ির উঠানে, কোনো চা’দোকানে, মাঠে কিম্বা স্কুল বাড়ির প্রাঙ্গণে বৈঠকি আড্ডার আদলে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন জলপাইগুড়ির কংগ্রেস নেতা-কর্মীরা। সেই আলোচনায় উঠে আসছে মানুষের নিত্যদিনের সমস্যাগুলির কথা। নিয়ম মেনে গ্রাম-সংসদ গঠন করার দাবি, ১০০ দিনের কাজে স্বচ্ছতা আনার দাবি, পানীয় জল ও আলোর সমস্যা, শাসকের দমননীতি — এসব নিয়েই জনমত গঠন করার কাজ চালানো হচ্ছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্তের নেতৃত্বে। প্রতিদিন এই জনসংযোগ কর্মসূচীতে অভিভাবকের মতো উপস্থিত থাকছেন প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান কংগ্রেস নেতা দেব প্রসাদ রায় ( মিঠু দা)৷ জেলা কংগ্রেস কমিটির সভাপতি পিনাকী সেনগুপ্ত জানিয়েছেন এই ধরনের কর্মসূচীকে বাস্তবায়নের লক্ষে জলপাইগুড়ি জেলায় প্রথম পর্যায়ে মডেল হিসেবে জলপাইগুড়ি সদর ব্লককে বেছে নেওয়া হয়েছে। জলপাইগুড়ি সদর ব্লকে গত ২৯ শে অক্টোবর থেকে শুরু হওয়া এই কর্মসূচী ৫ই নভেম্বর পর্যন্ত চলছে।

এই দিনগুলোতে কংগ্রেসের নেতা-কর্মীরা গ্রামে গ্রামে পৌঁছে গিয়ে পুরানো কংগ্রেস কর্মীদের সঙ্গে দেখাও করেছেন। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী বাবু জানান যে, বহু কংগ্রেস নেতা-কর্মীরা যাঁরা সক্রিয় রাজনীতি থেকে এই মুহূর্তে সরে গিয়েছেন তাঁদের আবার কংগ্রেস রাজনীতির মূলস্রোতে ফিরিয়ে আনার চেষ্টার পাশাপাশি বহু বর্ষীয়ান কংগ্রেস নেতা-কর্মীদের সম্বর্ধিতও করেছেন তাঁরা। এসবের পাশাপাশি ‘ভারত জোড়ো যাত্রা’র মূল নির্যাাসকে সামনে রেখে মানুষের মধ্যে কংগ্রেসের বিচারধারা এবং শান্তি- অহিংসা – প্রেমের বার্তা ছড়িয়ে দেওয়ার কাজও এই কর্মসূচী জুড়ে চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *