জলপাইগুড়িতে কংগ্রেসের নব সংকল্প শিবির

নিজস্ব সংবাদাতা, জলপাইগুড়ি, ১৪ জুনঃ

মঙ্গলবার জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে জলপাইগুড়ি রবীন্দ্রভবনে ‘নব সংকল্প শিবির ‘ অনুষ্ঠিত হলো। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই শিবিরের সূচনা করেন। বর্ষীয়ান সর্ব ভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ দেবপ্রসাদ রায়ের দ্বারা শহীদ জ্যোতি প্রজ্জ্বলনের মাধ্যমে শিবিরের কাজ শুরু হয়। শিবিরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের প্রধান সৌম্য আইচ রায় এবং প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য। জলপাইগুড়ির প্রতিটি ব্লক কংগ্রেস কমিটির সভাপতিরা, জেলা কমিটির কার্যকরী সমিতির সদস্যরা এই শিবিরে অংশ গ্রহণ করেন। উদয়পুর নব সংকল্প শিবিরের ভাবনাকে বাস্তবায়িত করতে এর আগে বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে গত ৪ঠা ও ৫ই জুন কোলকাতার বিধানভবনে নব সংকল্প শিবির অনুষ্ঠিত হয়। তারই পরের ধাপ হিসাবে এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জেলায় ওই ধরনের শিবিরের অংশ হিসাবেই জলপাইগুড়িতে এই শিবিরের আয়োজন বলে জানিয়েছেন জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত। শিবির শেষে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন কংগ্রেস নেতৃত্ব। সাংবাদিক সম্মেলনে সৌম্য বাবু এবং পিনাকী বাবু দেশের এই মুহূর্তের স্বৈরাচারী বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *