ভারতীয় জাতীয় কংগ্রেসের কমুনিকেশন বিভাগের ভারপ্রাপ্ত সচিব,সাংসদ জয়রাম রমেশ দ্বারা জারি করা বিবৃতি :

২৮শে জুলাই, ২০২২;

সংসদে আজ কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সাংসদ ও কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীর সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন ও অপমানজনক শব্দ ব্যবহার করেন।

শ্রীমতি সোনিয়া গান্ধী সেই সময় বিজেপি সাংসদ শ্রীমতি রমা দেবীর সাথে বার্তালাপ করছিলেন। স্মৃতি ইরানি তখন সোনিয়া গান্ধী জি কে ঘিরে ধরে খুবই আপত্তিজনক শব্দ ব্যবহার করেন। যখন সোনিয়া জি তাকে ভদ্রভাবে জানান উনি স্মৃতি জির সাথে কথা বলছেন না, অন্য একজন সাংসদের সাথে কথা বলছেন, তখন স্মৃতি ইরানি চিৎকার করে বলেন “আপনি জানেন না আমি কে?” অন্য পার্টির সাংসদ ও কংগ্রেস পার্টির সাংসদরা আজ সংসদে এই ঘটনার সাক্ষী।

এটা কোন ধরনের কার্যকলাপ ? একজন সাংসদ আর একজন সাথী সাংসদের সাথে কি কথাওবলতে পারবেন না? স্মৃতি ইরানি রাজনৈতিক ভাবে নিজের বক্তব্য রাখতেই পারতেন। একজন বয়োজ্যেষ্ঠ সাংসদ ও একটি রাজনৈতিক দলের সভানেত্রীর সাথে এইরকম অশালীন ব্যবহার করতে পারলেন কি করে?

এই ঘটনা সংসদ ও রাজনীতির মর্যাদা ও গরিমা ক্ষুণ্ন করে। রাজনৈতিক বিরোধীতা থাকতেই পারে, তবে একজন বয়োজ্যেষ্ঠ সাংসদের এই অশালীন ব্যবহার মোটেই কাম্য নয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *