আলবিদা K K

সুমন রায় চৌধুরীর প্রতিবেদনঃ

‘ জিন্দেগি দো পল কি’ , গাইতে গাইতে সুরের মায়ায় যে আলো হয়ে মিশে গেলো , সেই সুরসপ্তকের অন্য নাম কৃষ্ণ কুমার কুন্নথ , আমাদের k k।

৯০ এর দশকের মাঝামাঝি যখন Social Media র নাম গন্ধ ছিল না , তখন ও ৮ থেকে ৮০ কে , গানের মায়ায় আচ্ছন্ন রাখতে পেরেছিলেন তিনি । ‘ তড়প তড়প কে ইস দিল ……’ থেকে শুরু করে ‘ কিয়া মুঝে প্যার হায় ‘ , একটি প্রজন্ম কে মাতিয়ে রেখেছিলেন , KK ।

অনেকেই আমাদের প্রজন্মের ওনার গান শুনেছি বা একান্তে গেয়েছি , হৃদয়ঙ্গম ও করেছি ।

এমন একজন প্রানবন্ত শিল্পীর এই প্রস্থান কিছুতেই মেনে নেওয়া যায় না । আরো আরো অনেক কিছু দেওয়ার ছিল আমাদেরকে , সঙ্গীত জগৎ কে আরো সমৃদ্ধ করার ছিল , যেটা অসম্পূর্ণ রয়ে গেলো । কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এই অবিস্মরণীয় সঙ্গীত শিল্পীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তাঁর অগণিত ভক্তদের একটাই আক্ষেপ মেশানো অভিমান মেশানো প্রশ্ন –সারা বাংলা যখন সুরের ঝর্না ধারায় স্নান করছিলো, তখন আপনি চুপি চুপি , কি করে বলতে পারলেন , ‘ ALVIDA ‘ ?

ভালো থাকবেন KK।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *