মেদিনীপুরে কংগ্রেসের প্রতিষ্ঠাদিবস পালন

নিজস্ব সংবাদদাতা, ২৯ ডিসেম্বর:

গতকাল ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৩৮তম প্রতিষ্ঠা দিবসে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস কার্যালয়ে পূর্ণ মর্যাদার সঙ্গে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেসের সভাপতি সমীর রায়। এরপর “ভারত জোড়ো যাত্রা” ও “সাগর থেকে পাহাড়” যাত্রার সমর্থনে জেলা কংগ্রেস অফিস থেকে একটি সুসজ্জিত বর্ণাঢ্য মিছিল মেদিনীপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আজকের এই মিছিলে শহরের কংগ্রেস কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ, সঞ্জীব দত্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন পুরসভার চেয়ারম্যান শম্ভুনাথ চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীগণ উপস্থিত ছিলেন।মূলতঃ হিংসার ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে,দেশের সম্পদ মুষ্টিমেয় ব্যবসায়ীকে জলের দরে বিক্রি করার প্রতিবাদে, দেশের ক্রমবর্দ্ধমান বেকারীর বিরুদ্ধে,সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই পদযাত্রা সংগঠিত হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *