ডেঙ্গু মোকাবিলায় পথে মুর্শিদাবাদ কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ,৭ নভেম্বর’২২ঃ

ডেঙ্গু মহামারী মোকাবিলায় বহরমপুর তথা মুর্শিদাবাদ কংগ্রেসের ভূমিকা সারা বাংলার কংগ্রেস কর্মীদের কাছে এই মুহূর্তে রোল মডেল হয়ে উঠছে, সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সংগঠন – ইন চার্জ নিলয় প্রামাণিক এক বিবৃতিতে এমনই জানিয়েছেন। নিলয় বাবু জানিয়েছেন যে, কংগ্রেসসরকারে নেই তবে, দরকারে আছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ও তত্বাবধানে জেলা ও সংশ্লিষ্ট টাউন / ওয়ার্ড / অঞ্চল কংগ্রেসের উদ্যোগে প্রত্যহ সকালে বহরমপুর তথা মুর্শিদাবাদ – এর বিভিন্ন পুর এলাকায় ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ অভিযান চালানো হচ্ছে। যেখানে জাতীয় কংগ্রেসের কর্মীদের পাশাপাশি স্থানীয় ক্লাব প্রতিষ্ঠান সন্টাফোকিয়া কমিটির সদস্যরাও স্বতঃস্ফুর্তভাবে বিভিন্ন রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রবল কটাক্ষ করে নিলয় বাবু জানিয়েছেন যে, বহরমপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ডেঙ্গু আজ মহামারীর রূপ নিয়েছে, আজ একবিংশ শতাব্দীতেও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে, তৃণমূল সরকার প্রতিরোধের বদলে মৃত্যুর পরিসংখ্যান লুকোনোর চেষ্টা করছে। তাই ভারতীয় জাতীয় কংগ্রেস আজ সরকারে না থাকলেও তার সীমিত সামর্থে ডেঙ্গু প্রভাবিত এলাকায় বিভিন্ন মশা মারার ওষুধ, লার্ভা নষ্ট করার স্প্রে ও তৎসহ জনসচেতনতা বৃদ্ধি অভিযান চালাচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *