নবদ্বীপে কংগ্রেসের পক্ষ থেকে প্রথম পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের ৪৮ তম বর্ষপূর্তি পালন

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

নবদ্বীপ শহর কংগ্রেসের উদ্যোগে নবদ্বীপ শহর কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে ভারতের পরমাণু বিষ্ফোরনের ৪৮ তম বার্ষিকী উদযাপিত হয়।বিভিন্ন বক্তা প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের উল্লেখ করে বলেন তাঁর সময়ে ভারত পরমানু শক্তিধর দেশ হিসাবে বিশ্বে স্বীকৃতিলাভ করে।বর্তমান বিজেপি সরকার মিথ্যা প্রচারে যাতে মানুষ বিভ্রান্ত না হয়ে পড়েন সেই উদ্দেশে এই সভার আয়োজন করা হয়।শুধু পরমানু বিষ্ফোরন নয় আরো বহু কীর্তি ইন্দিরা গান্ধীর আমলেই রচিত হয়েছিল। এই সভায় উপস্থিত ছিলেন শহর কংগ্রেসের সভাপতি নির্মল সাহা,কিষান কংগ্রেসের সভাপতি গোপাল দেবনাথ, আইএনটিইউসির সভাপতি অমিতাভ বিশ্বাস,সেবাদলের পক্ষ থেকে দিলীপ সাহা,যুব কংগ্রেসের মৌসুমী দত্ত,ছাত্র পরিষদের বুদ্ধদেব পাল প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *