নদীয়ায় কংগ্রেসের সংখ্যালঘু শাখার মেলবন্ধন উৎসব

নিজস্ব সংবাদদাতা,নদীয়া, ৭ নভেম্বর’২২ঃ

গত ৬ নভেম্বর, নদীয়া জেলার সংখ্যালঘু শাখার উদ্যোগে রানাঘাট শহরের রথতলার ইউসুফ স্কুলে অনুষ্ঠিত হলো মিলন উৎসব “সম্প্রীতির মেলবন্ধন”। রবিবার রানাঘাট শহর কংগ্রেসের সহযোগিতায় এবং সংখ্যালঘু শাখার জেলা সভাপতি আলম সিদ্দিকীর ব্যবস্থাপনায় মিলন উৎসব যথার্থই মেলবন্ধনের উৎসবে পরিণত হয়। উৎসবে উপস্থিত ছিলেন নদীয়া জেলার কার্যকরী সভাপতি আনসারুল হক, নদীয়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অখিল মজুমদার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কালচারাল সেলের চেয়ারপারসন লিপিকা ঘোষ, নদীয়া জেলা ছাত্র পরিষদ সভাপতি অরিন্দম গোস্বামী, নদীয়া জেলা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিত্যাগোপাল মন্ডল, নদীয়া জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি শুভরাজ হোসেইন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লক ও শহরের সভাপতিরা এবং অসংখ্য কংগ্রেস কর্মী। এই সভায় বিভিন্ন ধর্ম ও ভাষাভাষীর কংগ্রেস কর্মীরা নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে। তাছাড়াও “ভারত জোড়ো যাত্রা” নিয়ে তাদের মত বিনিময় এবং বিভাজনের রাজনীতির বিরোধীতা করার শপথ নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে জোরদার ও সঙ্গবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার নেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *