নিজস্ব সংবাদদাতা,২৭ জুন:
আজ ভারত সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে উত্তর ২৪ পরগনা জেলা কংগ্রেসের উদ্যোগে দমদম বিধানসভা কংগ্রেসের ব্যবস্থাপনায় সকাল দশটা থেকে ক্যান্টনমেন্ট স্টেশনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার,সাধারণ সম্পাদক সুজিত গাঙ্গুলী,রাজ্য কংগ্রেসের সম্পাদক শক্তি মৈত্র,দমদম শহর ও দক্ষিন দমদম শহর কংগ্রেস সভাপতি বাবলু নন্দী ও তপন লাহিড়ী, বিধাননগর শহর কংগ্রেস সভাপতি সিজার ঘটক ও কর্মীবৃন্দ।
বক্তারা অগ্নিপথ প্রকল্পের বিভিন্ন দূর্বল দিক তুলে ধরেন ও এই প্রকল্পকে ঠিকা সেনা তৈরীর কারখানা বলে মত দেন।এই প্রকল্পের ফলে ভবিষ্যতে দেশের সুরক্ষার পথে বড় বিপদ আসবে বলে দাবী করেন।