পুলিশের লাঠিচার্জ উপেক্ষা করে সল্টলেকে বিদ্যুৎ পর্ষদের অফিস ঘেরাও কংগ্রেসের।

নিজস্ব সংবাদদাতা, বিধাননগর, ১২ জুলাইঃ

সল্টলেকে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিস ঘেরাও করলেন উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( শহর)-এর কর্মী-সমর্থকরা। বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধি এবং সম্প্রতি বর্ষার জমা জলে বিদ্যুৎ সংযোগের ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়া মানুষদের পরিবারগুলিকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার দাবিতেই এই ঘেরাও অভিযান করা হয়েছে বলে জানান উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস(শহর) কমিটির সভাপতি তাপস মজুমদার। এদিন কংগ্রেস কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ করলে উপস্থিত কংগ্রেস নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত উপস্থিত কংগ্রেস নেতৃত্ব বিদ্যুৎ পর্ষদের আধিকারিকের কাছে তাপস মজুমদারের নেতৃত্বে স্মারকলিপি জমা দেন। মঙ্গলবারের এই বিক্ষোভ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, প্রদীপ প্রসাদ প্রমুখ নেতৃবৃন্দ। উল্লেখ্য এদিনের এই কর্মসূচীতে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো বেশ চোখে পড়ার মতো।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *