কাঁচড়াপাড়া থেকে লেকটাউন, ৮০ কিলোমিটারেরও বেশি পদযাত্রায় উত্তর ২৪ জেলা কংগ্রেস ( শহর)

নিজস্ব প্রতিবেদন, ১৫ অগাস্টঃ

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে ‘স্বাধীনতার গৌরব যাত্রা ‘ পালিত হলো উত্তর ২৪ পরগণা(শহর) জেলা জুড়ে। সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( শহর) কাঁচড়াপাড়া থেকে লেকটাউন পর্যন্ত পদযাত্রার কর্মসূচী গ্রহণ করেছিলো। গত ১০ই অগাস্ট থেকে শুরু হয়ে এই পদযাত্রা শেষ হয় ১৪ই অগাস্ট। কাঁচড়াপাড়ায় গান্ধী মূর্তিতে মাল্যদান করে জেলা কংগ্রেস নেতৃত্ব এই পদযাত্রার সূচনা করেন। কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, জগদ্দল, শ্যামনগর, নোয়াপাড়া, ইছাপুর, পলতা, বারাকপুর, টিটাগড়, খড়দহ, পানিহাটি, কামারহাটি, ডানলপ, বরাহনগর, সিথির মোড় পর্যন্ত পদযাত্রা চলে ১২ অগাস্ট অবধি। অন্যদিকে ১৩ অগাস্ট নিউ বারাকপুর থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেট, কেষ্টপুর থেকে লেকটাউন পর্যন্ত এই পদযাত্রার কর্মসূচী নির্ধারিত ছিলো। প্রাকৃতিক দুর্যোগের কারণে এয়ারপোর্ট থেকে লেকটাউন পর্যন্ত পদযাত্রা সাময়িক স্থগিত রাখা হলেও খুব শীঘ্রই তা সম্পন্ন করা হবে বলেন জানান জেলা কংগ্রেস নেতৃত্ব। পদযাত্রার বিভিন্ন সময়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতা দেবপ্রসাদ রায়, জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার সহ বিভিন্ন প্রাদেশিক ও জেলা নেতৃত্ব এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন। উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( শহর) – এর সভাপতি তাপস মজুমদার জানান যে, ৪ দিনে এই জেলায় প্রায় ৮০ কিলোমিটারের বেশি পথ হেঁটেছেন অংশগ্রহণকারীরা। পদযাত্রার বিভিন্ন দিনে বিভিন্ন ব্লক ও টাউন কংগ্রেসের পক্ষ থেকে বৈচিত্র্যময় উদ্যোগ বেশ নজর কেড়েছে। কোথাও অনবদ্য ব্যান্ড-বাদ্য, কোথাও আবার আদিবাসী নৃত্য ও রণপা যেমন ছিলো, তেমনই কোথাও ঘোড়ার গাড়িতে গান্ধীজি ও নেতাজীর জীবন্ত মডেলের আকর্ষণ মানুষের নজর কেড়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *