কুর্মীসমাজের আন্দোলনের পাশে কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা,২৪ সেপ্টেম্বর:

গত ২০ সেপ্টেম্বর সকাল থেকে কুর্মী সমাজের আত্ম পরিচিতি – তফশিলি উপজাতিভুক্ত হিসেবে চিহ্নিত করার দাবিতে মেদিনীপুর ও পুরুলিয়া জেলার দুই প্রান্তে খেমাশুলি ও কুশতাঁড় স্টেশনের “ডহর ছেঁকা” ও “রেল টেকা” অর্থাৎ পথ অবরোধ ও রেল রোকো আন্দোলন শুরু করা হয়, মা এখনও চলছে। আমাদের রাজ্যে এত দীর্ঘক্ষন কোন আন্দোলনে রেল ও ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ থাকার ঘটনা নেই। আন্দোলনটিকে সমর্থন জানিয়ে আজ ওখানে পৌঁছান পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের দুই সাধারণ সম্পাদক শ্যামল ঘোষ ও বুদ্ধদেব ভট্টাচার্য। পুলিশ দুজনকেই ঘটনাস্থলে না যেতে দিয়ে আটকে রাখে। অবশেষে দীর্ঘক্ষণ বাদে কুর্মী সমাজের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রাজেশ মাহাতোর হস্তক্ষেপে ওরা অবরোধ মঞ্চে উপস্থিত হতে পারেন। ঝাড়গ্ৰাম জেলা কংগ্রেসের সভাপতি তাপস মাহাতো ঘটনাস্থল থেকে এসে ওদের মঞ্চে নিয়ে যান।সেখানে কংগ্রেসের তরফে আন্দোলনের দাবিদাওয়া গুলোকে পূর্ণ সমর্থন জানিয়ে বলা হয় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার এই জ্বলন্ত সমস্যা সমাধানের উদ্যোগ না নেওয়ায় এত দীর্ঘ সময় ধরে লক্ষ লক্ষ মানুষকে হয়রান হতে হচ্ছে। দুই সরকারের কাছেই কংগ্রেস শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে অবিলম্বে কুর্মী সমাজের দাবি দাওয়া সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করার আবেদন জানান।প্রসঙ্গত উল্লেখ্য যে এই আন্দোলনে এখনও পর্যন্ত কোন রাজনৈতিক দলের কোন নেতাকে আসতে দেয় নি কুর্মী সম্প্রদায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *