মেদিনীপুরে বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা,মেদিনীপুর, ২০ জুন:

আজ পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের ডাকে দিল্লীতে বিজেপি পরিচালিত সরকারের নির্মমতা ও প্রতিহিংসার রাজনীতির শিকার রাহুল গান্ধীকে মিথ্যা মামলায় হয়রানি করার বিরুদ্ধে ও অধীর চৌধুরী, অশোক গেহলটসহ কংগ্রেসের সাংসদ ও নেতাদের বেআইনি গ্রেপ্তারি ও নিগ্রহের প্রতিবাদে মেদিনীপুর শহরের মূখ্য ডাকঘরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদসভার আয়োজন করা হয়।জেলা কংগ্রেস সভাপতি সমীর রায় তার ভাষণে স্বাধীনতা আন্দোলনে ন্যাশানাল হেরাল্ড পত্রিকার গৌরবোজ্জ্বল ভূমিকা ও বর্তমানে পত্রিকাটির পুনরুজ্জীবনের সৎ প্রচেষ্টাকে মূলধন করে রাহুল গান্ধীকে হেনস্থা করার প্রতিবাদ জানান। দিল্লীতে কংগ্রেস কমিটির অফিসে ঢুকে পুলিশি জুলুমের বিরুদ্ধে ও শীর্ষস্থানীয় কংগ্রেস নেতাদের চরম হেনস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির দেশে এক ফ্যাসিবাদি অধ্যায়ের সূচনা করলেন বলে তিনি মন্তব্য করেন। প্রতিবাদসভায় অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন চিরন্জীব ভৌমিক,তীর্থঙ্কর ভকত,শান্তি দত্ত,চিত্ত মুখার্জী,সন্জীব দত্ত প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *