সাম্প্রদায়িক শক্তি ও বিজেপির তৈরী সামাজিক বিভাজন রুখতে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐক্যযাত্রা

নিজস্ব সংবাদদাতা, ১৫ আগষ্ট:

আজ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যাগে দেশজুড়ে বিজেপি সৃষ্ট সামাজিক বিভাজন নীতি ও দেশের সম্পদ গুটিকয়েক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে টিপু সুলতান মসজিদ থেকে রামমন্দির পর্যন্ত ভারত জোড়ো গৌরবগাথা ও ঐক্য যাত্রা প্রবল বৃষ্টির মধ্যেও সুচারুভাবে সংগঠিত হয়।টিপু সুলতান মসজিদের সামনে একটি জীবন্ত মডেলের বিশেষ অনুষ্ঠানে মহাত্মাজি, নেতাজি, মাতঙ্গিনী হাজরা প্রমুখদের নিয়ে নাট্যরূপ সহযোগে যাত্রা শুরু হয় রামমন্দিরের উদ্দেশ্যে।প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিশাল মিছিল এগিয়ে চলে রামমন্দিরের উদ্দেশ্যে। নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি অসিত মিত্র ও সাধারন সম্পাদক প্রীতম ঘোষ,শুভঙ্কর সরকার,উত্তর কলকাতা ও মধ্য কলকাতা জেলা কংগ্রেস সভাপতি রানা রায়চৌধুরী ও সুমন পাল,সোস্যাল মিডিয়ার চেয়ারম্যান অভিষেক বন্দোপাধ্যায়, আন্দোলন পোর্টালের এক্সিকিউটিভ সম্পাদক অমিতাভ সিংহ,সাংস্কৃতিক বিভাগের চেয়ারপার্সন লিপিকা ঘোষ,আইএনটিইউসির সভাপতি কামারুজ্জামান কামার,স্নেহেন্দু চৌধুরী,তপন আগরওয়াল,সুভাশীষ ভট্টাচার্য, সুমন রায়চৌধুরী প্রমুখ।রামমন্দিরের সামনে দেশকে বিক্রি করে দেওয়ার বিজেপির চক্রান্তের বিরুদ্ধে শপথগ্রহন করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *