শ্রীলংকায় প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে গুলি

শুভ মিত্র:

প্রেসিডেন্ট গোটাবায়া রাজপক্ষর পদত্যাগের দাবীতে শ্রীলংকায় গণবিক্ষোভ অব্যাহত।অভিযোগ এই যে, চূড়ান্ত দূর্নীতিতে নিমজ্জিত তিনি ও তাঁর পরিবার।তাঁর দাদা মাহিন্দা রাজাপক্ষে দুবার প্রেসিডেন্ট হওয়ার পর বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। পরিবারের অন্য একজন আবার মন্ত্রী ছিলেন গত মন্ত্রীসভায়। অপদার্থতার জন্যই দেশের আর্থিক অবস্থা অতীব করুণ।দেশের মানুষ চরম সমস্যার সন্মুখীন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাল।বিদ্যুৎ তৈরীর কাঁচামাল নেই।আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার শ্রীলংকাকে ঋণ দিতে চাইছিল না।এরই মধ্যে গত পরশু গোয়াবায়া সতের জনের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন ও বিরোধী দলকে এই মন্ত্রীসভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে বিরোধীরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।তারা সবাই জনগনের কন্ঠে কন্ঠ মিলিয়ে তার পদত্যাগ চাইছেন।এক সপ্তাহ ধরে বন্ধ কলম্বো স্টক এক্সচেঞ্জ। হাতে নেই জ্বালানী কেনার মত কোন অর্থ। চূড়ান্ত একনায়কতন্ত্র,অনেকটা আমাদের সরকারের মত।তাই দিন রাত এক করে সাধারণ মানুষ আজ রাজপথে বিক্ষোভ দেখাচ্ছেন।তার ওপরই চলল গুলি। এক বিক্ষোভকারীর মৃত্যু ও আহত অসংখ্য, ঘটনাটি রামবুক্কানা এলাকায়।স্থানীয় থানাতে হামলা চালায় বিক্ষোভকারীরা। সবজায়গাতেই সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ও পুলিশ ও সেনাদল যথারীতি তা ভাঙার জন্য লাঠিচার্জ, কাঁদানে গ্যাস প্রয়োগ থেকে গুলি ছোঁড়া কিছুই বাদ দিচ্ছে না।এখন মাহিন্দা রাজাপক্ষ সংবিধান সংশোধন করার কথা বলে পরিস্থিতি সামলাবার কথা বলছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *