প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় পদযাত্রার প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,৩ রা ডিসেম্বর’২২ঃ

আগামী ২৮ শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাগর থেকে পাহাড় পদযাত্রা। শনিবার সেই বিষয়েই সাংবাদিকদের মুখোমুখি হলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির পক্ষে ‘ভারত জোড়ো যাত্রা’র মিডিয়া- ইন- চার্জ আনন্দ মাধব। কোলকাতার বিধান ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আনন্দ মাধব বলেন ভারত জোড়ো যাত্রা’র অংশ হিসাবেই আগামী ২৮ শে ডিসেম্বর ‘২২ তারিখ থেকে পদযাত্রা শুরু হবে। উল্লেখ্য ওই দিনই হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। ওই দিন গঙ্গাসাগর থেকে এই পদযাত্রা শুরু হয়ে প্রায় দেড় মাস পরে কার্সিয়াং-এ গিয়ে শেষ হবে। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে কংগ্রেস নেতারা জানান যে, যে যে রাজ্য দিয়ে ভারত জোড়ো যাত্রা’র মূল পদযাত্রা চলছেনা, সেই সব রাজ্যগুলিতে একই ভাবে পদযাত্রার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে অসম এবং ত্রিপুরাতেও ভারত জোড়ো যাত্রা’ র অংশ হিসাবে আয়োজিত এই ধরনের পদযাত্রায় ব্যাপক সাড়াও পাওয়া গেছে। এবার পশ্চিমবঙ্গেও একই রকম ভাবে পদযাত্রা সংগঠিত হবে। আনন্দ মাধব ছাড়াও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সৌম্য আইচ রায়, প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি দীপ্তিমান ঘোষ, সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথও শনিবারের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *