বিজেপির ভন্ড জাতীয়তাবাদের মুখোশ খুলে গেছে–প্রদেশ কংগ্রেস দফতরে সাংবাদিক সম্মেলনে বললেন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা রাজীব গৌড়া।

নিজস্ব সংবাদদাতা,কোলকাতা;৯ ই জুলাইঃ

যারা দুবেলা আমাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদের শিক্ষা দিতে আসে সেই বিজেপির সঙ্গে সন্ত্রাসবাদের যোগাযোগ ক্রমশ প্রকাশ্যে আসছে, শনিবার এক সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা বিশিষ্ট শিক্ষাবিদ রাজীব গৌড়া। প্রদেশ কংগ্রেস দফতর বিধান ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে রাজীব গৌড়া জানান যে, উদয়পুরে কানাইয়ালাল হত্যায় অভিযুক্ত মহম্মদ রিয়াজ কে বিজেপিতে নিয়ে আসেন রাজস্থান বিধানসভার বিজেপির বিরোধী দলনেতার জামাতা গোলাব চাঁদ কাটারিয়া, অমরনাথ যাত্রীদের উপর নাশকতা চালানোর ষড়যন্ত্রে অন্যতম অভিযুক্ত লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত তালিব হোসেন শা হলো জম্মু-কাশ্মীরের বিজেপি র কার্যকতা। এই তালিব হোসেন কে মঞ্চে অমিত শাহ-এর সঙ্গে দ্যাখা যায় বলেও রাজীব গৌড়া এদিন উল্লেখ করেন। এছাড়াও অমরাবতীর কেমিস্ট উমেশ কলহের হত্যায় অভিযুক্ত ইরফান খান, হিজবুল মুজাহিদীনকে অস্ত্র সরবরাহ করার জন্য অভিযুক্ত নভিত এবং ২০১৭ সালে মধ্যপ্রদেশে অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দ্বারা গ্রেফতার হওয়া ধ্রুব সাক্সেনা যেকিনা বিজেপির আই টি সেলের সদস্য–এদের সবার সঙ্গে বিজেপির সরাসরি যোগাযোগ সামনে এসেছে বলেও রাজীব গৌড়া এদিন সাংবাদিকদের বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজীব গৌড়া বিভিন্ন সময়ে কখনো কান্দাহার বিমান অপহরণ কান্ড এবং পুলওয়ামা কান্ডে বিজেপির পরোক্ষভাবে যোগাযোগের কথাও উল্লেখ করেন। তিনি আরো বলেন একের পর এক ঘটনা সামনে আসছে আর বিজেপির ভন্ড জাতীয়তাবাদের মুখোশ খুলে যাচ্ছে। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির অন্যতম সম্পাদক রণজিত মুখার্জি সহ অন্যান্য নেতৃত্ব।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *