মূল সমস্যাগুলি থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার মোদি সরকারের চক্রান্তে সামিল গোদি মিডিয়া

নিজস্ব সংবাদদাতা, কোলকাতা,২৯ শে অগাস্টঃ

সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদর দফতর ‘বিধান ভবন’-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে দেশের গোদি মিডিয়াকে কার্যত তুলোধোনা করলেন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ ড.অজয় কুমার। অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ৪ ঠা সেপ্টেম্বর দিল্লিতে মহা সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস, পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আগামী ৭ ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে কংগ্রেসের ঐতিহাসিক ‘ভারত জোড়ো’ যাত্রা, কন্যাকুমারী থেকে এই যাত্রার সূচনা করবেন রাহুল গান্ধী। ৪ তারিখের দিল্লির মহাসমাবেশেও রাহুলই মুখ্য বক্তা বলে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আগাম প্রচারের লক্ষেই সারা দেশ জুড়ে কংগ্রেস সাংবাদিক সম্মেলনের আয়োজন করছে। প্রদেশ কংগ্রেসের আউটরিচ ও কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান সৌম্য আইচ রায় এদিন সাংবাদিকদের জানান যে, আগামী ৪ তারিখের দিল্লির সমাবেশ এবং আসন্ন ভারত জোড়ো’ যাত্রার প্রেক্ষিত তু্লে ধরার লক্ষেই সোমবারের এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. অজয় কুমার জানান যে, দেশে এই মুহূর্তে প্রধান সমস্যা হলো বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কর্মীসংকোচন, বিভেদের রাজনীতি — এগুলিই। কিন্তু মোদি সরকার বারবার এই সব মূল সমস্যাগুলিকে আড়াল করার লক্ষে বিভিন্ন ছলা-কলার আশ্রয় নিচ্ছে। তিনি আরো বলেন যে, সংবাদমাধ্যম হলো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু আমাদের দেশে বর্তমানে সংবাদমাধ্যমগুলি শাসককে প্রশ্ন করতে ভয় পায়, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে ভয় পায়। সংবাদমাধ্যমগুলিও যেভাবে মূল সমস্যাগুলি এড়িয়ে গিয়ে গুরুত্বহীন বিষয়গুলি নিয়ে আলোচনা করছে, তা দেশ ও জাতির পক্ষে বিপজ্জনক বলেও ড.অজয় কুমার এদিন মন্তব্য করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস নেতা শরৎ রাউত, কংগ্রেস নেতা দীপ্তিমান ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, দেবেশ চক্রবর্তী, সুমন পাল, সুমন রায় চৌধুরী, সৌরভ প্রসাদ প্রমুখেরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *