পুলিতজার পুরষ্কার চার ভারতীয়র

অনির্বান বিশ্বাস,কলকাতা,২৯ মে:

মরণোত্তর পুলিতজার পুরষ্কার পেলেন ভারতের চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি।তার সঙ্গে একই পুরষ্কার পেলেন আরও তিন ভারতীয় চিত্রসাংবাদিক আদনান আবিদি,সান্না ইরশাদ মাত্তু ও অমিত দাভে। প্রত্যেকেরই বিষয় করোনার সময় দুর্গত মানুষের যন্ত্রনা।উল্লেখ্য আদনান আবিদি ও দানেশ সিদ্দিকি ২০১৮ সালে শরণার্থীদের ওপর ছবি তুলে এই পুরষ্কার প্রথম ভারতীয় হিসাবে পেয়েছিলেন।এবার এরা এই পুরষ্কার পেলেন করোনার সময় গঙ্গায় ভেসে যাওয়া মৃতদেহ ও তার পারে ও শ্মশানে সারি দিয়ে কোভিদ আক্রান্তদের মৃতদেহ সৎকারের জন্য গণচিতার ছবি তুলেছিলেন। গত ১৬ জুলাই ২০২১ সালে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর সঙ্গে তালিবানদের লড়াইয়ের ছবি তুলতে গিয়ে দানিশ সিদ্দিকি তালিবানদের হাতে নিহত হন।

প্রসঙ্গত উল্লেখ্য সাংবাদিকতার ক্ষেত্রে পুলিতজার পুরষ্কার অত্যন্ত সম্মানের যা নোবেল পুরষ্কারের সাথে অনেকে তুলনা করেন। বিশিষ্ট হাঙ্গেরিয়ান আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিতজার ১৯১১ সালে নিজের মৃত্যুর আগে তাঁর সমস্ত সম্পত্তি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে দান করেন এবং ঐ অর্থের একাংশ থেকেই দেওয়া হয় এই পুরষ্কার। সাংবাদিকতা, সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য ১৯১৭ সাল থেকে এই পুরষ্কার দেওয়া হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *