দিঘা-মন্দারমনি মেরিন ড্রাইভেও কাটমানি? অভিযোগ কংগ্রেসের। 

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৪ সেপ্টেম্বরঃ

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে কংগ্রেসের এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত দিঘা-মান্দারমনি মেরিন ড্রাইভ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সাধনকান্তি উত্থাসনী, সম্পাদক প্রলয় ওঝা, কংগ্রেস নেতা অমিতাভ জানা, সুদীপ পন্ডা প্রমুখেরা।

মানসবাবু বলেন দিঘা-মান্দারমনি মেরিন ড্রাইভের অবস্থা যা পশ্চিমবঙ্গ সরকারের অবস্থাও তাই। কাটমানি ও সিন্ডিকেটের রাজ‍্যে যা হওয়ার তাই হয়েছে। ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নিমাণ করে একমাস আগেই  যানবাহন চলাচলের উপযোগী ও উদ্বোধনের জন‍্য প্রস্তুত করা হয়েছিল। গতকালের সামান্য জলোচ্ছাসে তা এতটা ক্ষতিগ্রস্ত হয় কী করে? তিনি আরো বলেন,” শুনলাম আগামী ১৪ই সেপ্টেম্বর নাকি মাননীয়া মুখ‍্যমন্ত্রী মেরিন ড্রাইভের উদ্বোধন করবেন। মাননীয়াকে অনুরোধ করবো, মান্দারমনি থেকে দিঘা ভ্রমণ করুন আপনার সরকারের তৈরি মেরিন ড্রাইভে।”

 সংশ্লিষ্ট বিষয়ে কংগ্রেসের পক্ষ থেকে কয়েকটি প্রশ্নও তোলা হয়েছেঃ 

১] মেরিন ড্রাইভের পরিকল্পনার সময় কী সমুদ্রের জলোচ্ছাসের কথা ভাবা হয়েছিল ? যেখানে বছরে বেশ কয়েকবার সমুদ্রে জলোচ্ছাস ঘটে এবং সমুদ্রবাঁধের ক্ষতি হয়।

২] পরিকল্পনা ও রূপায়নে কী নিয়মিত কোনো সমুদ্র বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছিল?

৩] রাস্তা তৈরী এবং সমুদ্রের জলোচ্ছাস থেকে সুরক্ষার জন‍্য আধুনিক প্রযুক্তি ব‍্যাবহার করা হয়েছিল কী?

৪] ওয়ার্ক শিডিউল অনুযায়ী সঠিক মানের মাল-মসলা ব‍্যবহার করা হয়েছিল?

৫] যদি উপরের প্রশ্নগুলোর উত্তর পজিটিভ হয় তবে কী কোন আই আই টি-কে দিয়ে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ তদন্ত করানোর সাহস হবে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *