ভূপতিনগরে উপদ্রুত এলাকা পরিদর্শন করলেন কংগ্রেস নেতারা

গত রবিবার, ৪ ঠা ডিসেম্বর পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্রের নেতৃত্বে এক প্রতিনিধিদল ভূপতিনগর থানার অর্জুন নগর অঞ্চলের সন্ত্রাস কবলিত নাড়ুয়াবিলা গ্রাম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শিউ মাইতি, সম্পাদক বিশ্বরঞ্জন মন্ডল, জেলা সেবাদলের চেয়ারম্যান সেখ জাফরুল্লাহ, ভগবানপুর ২নং ব্লক কংগ্রেস সভাপতি সেক নুরুল ইসলাম, ভগবানপুর ১নং ব্লক কংগ্রেস সভাপতি স্বপন মহান্তি, ছাত্রনেতা সৌরভ দাস, কংগ্রেস নেতা বুদ্ধদেব দাস প্রমূখ । উল্লেখ থাকে যে, গত ২রা ডিসেম্বর অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নাড়য়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু এবং ২জন আহত হয়। তারও আগে কয়েকদিন ধরে ভূপতিনগর থানার অন্তর্গত বরোজ, পাঁউশি, অর্জুন নগর, জুখিয়া, ইটাবেড়িয়া ইত্যাদি এলাকায় বোমা ও বন্দুক নিয়ে এলাকা দখলের লড়াই চলছে। এলাকায় শান্তি স্থাপনের দাবিতে জেলা কংগ্রেসের পক্ষ থেকে গত ৩০ শে নভেম্বর ভুপতিনগর থানায় এবং গত ২রা ডিসেম্বর জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এলাকা সমাজ বিরোধীদের আয়ত্বে চলে যাচ্ছে এবং আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে বারবার পুলিশকে সতর্ক করা সত্ত্বেও বোমা বিস্ফোরণ ঘটলো বলে মানস বাবু মন্তব্য করেন । মানস বাবু বলেন,এই ঘটনায় সাধারণ নিরীহ মানুষ ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *