উৎসশ্রী প্রকল্পে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে মুখর নেপাল মাহাতো

নিজস্ব সংবাদদাতা,২৫ জুলাই :

আজ পুরুলিয়ায় জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো সোচ্চার হলেন উৎসশ্রী প্রকল্পে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে। এই প্রকল্পে ফলে পুরুলিয়ার বিভিন্ন স্কুলে শিক্ষক সংখ্যা প্রচণ্ড কমে গেছে। বিভিন্ন বিষয়ের শিক্ষকেরা মেডিক্যাল শংসাপত্র দাখিল করে বদলি নিয়ে অন্যত্র চলে গেছেন।ফলে এই জেলার গ্রামীন উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে প্রতি হাজার ছাত্র পিছু শিক্ষক সংখ্যা ২/৩ টিতে নেমে গেছে। কয়েকটি স্কুলে বিজ্ঞান বিভাগ বন্ধ করে দিতে হয়েছে।এই স্কুলগুলিতে ছাত্র ভর্তি করা হলেও শিক্ষক না থাকায় ক্লাস আদৌ হবে কিনা সন্দেহ। নেপালবাবুর অভিযোগ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা নিয়ে এই নির্দেশনামা পাবার ব্যবস্থা করা হয়েছে। তাই স্কুলের পরিচালন সমিতি যাতে শাসকপক্ষের লোকজন রয়েছেন তারা এই বদলিতে সায় দিয়েছেন।জেলা ইন্সপেক্টর জানিয়েছেন শুধুমাত্র স্বাস্থ্যের কারনে এই বদলি ব্যাপকভাবে হয়েছে।হঠাৎ এতজন শিক্ষকের স্বাস্থ্যের অবনতি কিভাবে হল সেই ব্যাখ্যা নেই।তাই কংগ্রেস বাধ্য হয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।মজার কথা জেলাশাসক এক প্রাথমিক শিক্ষককে উচ্চমাধ্যমিক স্কুলে পড়ানোর জন্য নিয়োগ করেছেন।সেজন্য আদালতে মামলা করা ছাড়াও আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা নেওয়া হবে বলে তিনি জানান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *