কনস্টিটিউশন ক্লাবে বিদ্বজনের সাথে রাহুল গান্ধী

নিজস্ব সংবাদদাতা,২২ আগষ্টঃ

ভারতজোড়ো’ আন্দোলন কেবল কংগ্রেসের আন্দোলন নয়। অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বেড়ে চলা বেকারত্বের বিরুদ্ধে এক ঐতিহাসিক গণ আন্দোলন গড়ে তোলাই কংগ্রেসের লক্ষ। সেই আন্দোলনে থাকবে রং-জাত-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে সব শ্রেণির প্রতিনিধিত্ব।

লড়াইয়ের মূল অভিমুখ… পেট-ভাত-রুটি-রুজি।সেই লক্ষেই আজ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এ দলীয় রংকে দূরে রেখেই সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনদের সঙ্গে মিলিত হলেন রাহুল গান্ধী। ক্রমবর্ধমান বেকারত্ব,বেরোজগারির বৃদ্ধি, সাধারন ও দূর্বল শ্রেণীর মানুষের দুর্ভোগ সর্বোচ্চ স্তরে,একই সাথে গণতান্ত্রিক সংস্থাগুলি দখল ও গণতন্ত্রের কণ্ঠরোধ, এই সবের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদের আহ্বান জানান তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *